শিলিগুড়ির ১৭ নম্বর ওয়ার্ড এ মহিলাদের ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : আর শিলিগুড়ি ১৭ নম্বর ওয়ার্ডে মহিলাদের ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। আজ শিলিগুড়ির হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের স্কুলে প্রাঙ্গণে এই এই শিবিরের উদ্বোধন করে মেয়র গৌতম দেব জানান মহিলাদের স্বাবলম্বী এবং নিজেকে রক্ষা করা শেখা একান্তই প্রয়োজন, কাকে কোন পরিস্থিতিতে কখন পড়তে হয় কেউই বলতে পারবে না, তাই নিজেকে আত্মরক্ষা করা উচিত বা শেখা উচিত। মহিলাদের এখন একটাই জিনিস দরকার নিজেদের আত্মরক্ষা করতে শেখা। এই শিবিরে মহিলাদের মনের জোর বাড়াতেও শেখানো হবে। আমি নিজেও সবরকম সাহায্যে থাকবো মহিলাদের সাথে। এদিন মেয়র গৌতম দেব আরো জানান আরজিকর ঘটনা পর থেকেই মহিলারা ভুগছেন দ্বিধার মধ্য তাই প্রশিক্ষণ শিবিরে মহিলাদের নিজেদের রক্ষা করতে শিখতে হবে।
শুধু শিলিগুড়ি না গোটা বাংলা জুড়ে এখন মহিলারা নিজেদের আত্মরক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন। আমি সবাইকে শুভেচ্ছা জানাই। আমার মতে মহিলারা এই ঘটনার পর থেকে সচেতন হবেন। মহিলারা যারা বাইরে বাইরে চাকরি করেন , অথবা পড়াশোনার জন্য বাইরে থাকেন তাদের আত্মরক্ষার প্রস্তুতি নেওয়া একান্তই প্রয়োজন বলে জানান মেয়র গৌতম দেব।