শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে শিলিগুড়ি মেয়র কাপ আন্তঃ বিদ্যালয় কাবাডি প্রতিযোগিতা(বালক ও বালিকা)-২০২৫-এর শুভ উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে শিলিগুড়ি মেয়র কাপ আন্তঃ বিদ্যালয় কাবাডি প্রতিযোগিতা(বালক ও বালিকা)-২০২৫-এর শুভ উদ্বোধন করলেন মেয়র। এই প্রতিযোগিতার উদ্বোধন করে এদিন তিনি জানান কবাডি খেলা মূলত ভারতবর্ষের বহু পুরনো খেলা। এই খেলার সাথে ভারতের বহু সুনাম জড়িয়ে আছে, উত্তরবঙ্গের মধ্যেও কবাডির প্রচলন বেশ ভালোভাবেই লক্ষ্য করা যায়। এর উপরে শিলিগুড়িতে এর আগে বেশ বড় বড় প্রতিযোগিতা হত। যেটা এখন কমে গেলেও জনপ্রিয়তা একই আছে এই কবাডির। তাই আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মকে ধরে রাখতে কবাডি খেলা প্রচুর দরকার বলেই আমি মনে করি। বাচ্চাদের জন্য কবাডি প্রতিযোগিতা প্রচন্ডভাবে উপকারী। আজকে এই প্রতিযোগিতায় যারা এসেছেন এবং যারা অংশ নিচ্ছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। আগামীদিনে এই প্রতিযোগিতা আরো জনপ্রিয় হয়ে উঠবে, এতটাই আশা রাখি।


