FEATURED রাজ্য শিলিগুড়ি মেট্রোপোলিটন পুলিশ এর তরফ থেকে কমিউনিটি কিচেন তৈরী করে খাবার বিতরণ করা হল দুস্থ ও অসহায় মানুষের মধ্যে October 10, 2025October 10, 2025 Best Kolkata 0 Comments বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ শিলিগুড়ি : শিলিগুড়ি মেট্রোপোলিটন পুলিশ এর তরফ থেকে কমিউনিটি কিচেন তৈরী করে পালন করা হল খাবার বিতরণ কর্মসূচি । এদিন মূলত খাবার তুলে দেওয়া হয় এলাকার স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের হাতে।