শিলিগুড়িতে উদ্বোধন হলো ভারতী হিন্দি বিদ্যালয়ে (উ:মা:) নবনির্মিত তিনটি শ্রেণীকক্ষের শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়িতে উদ্বোধন হলো রাউন্ড টেবিল ইন্ডিয়ার শিলিগুড়ি এস রাউন্ড টেবিল ২৩২ – র উদ্যোগে, ফ্রিডম থ্রু এডুকেশন (এফ.টি.ই.) প্রকল্পের অন্তর্গত শিলিগুড়ির ভারতী হিন্দি বিদ্যালয়ে (উ:মা:) নবনির্মিত তিনটি শ্রেণীকক্ষের শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানের। এদিন এই অনুষ্ঠানেরউদ্বোধন করলেন মেয়র গৌতম দেব । এদিন তিনি জানান অনেকদিন ধরে এই অনুষ্ঠান আটকে ছিল, ভালো লাগছে অবশেষে এই উদ্যোগ সফল হলো এই দেখে । যারা উদ্যোগ নিয়েছেন তাদের প্রত্যেককে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাই।

তিনি এদিন বলেন শিলিগুড়ি পুরসভা সব সময় চেষ্টা করে মানুষের পাশে এবং মানুষের কাছে থাকতে। এটা আর কারো না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, মানুষ আমাদের ভোট দিয়ে জিতিয়েছে , আর এটা আমাদের দায়িত্ব এবং প্রয়োজনীয় কর্তব্যর মধ্যে পড়ে। ভবিষ্যতের দিকে তাকিয়ে এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আগামী দিনে আরো বড় হয়ে উঠুক এই পরিকল্পনা, আমার একান্ত ইচ্ছা রইলো। এদিন প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধনও করেন মেয়র গৌতম দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *