শিলিগুড়িতে চলছে ‘ভারত ছাড়ো’ আন্দোলনের স্বারক স্টম্ভের নির্মানকাজ , পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে এলেন মেয়র গৌতম দেব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক উল্লেখযোগ্য অধ্যায় ছিল ১৯৪২ – এর ‘ভারত ছাড়ো’ আন্দোলন। ৯ই আগস্ট ব্রিটিশ কারাগারে বন্দী করা হলো গান্ধীজিকে। প্রতিবাদের ঝড় উঠলো সমগ্র দেশ সহ শিলিগুড়িতেও। ৯ই সেপ্টেম্বর ১৯৪২ সালে তৎকালীন মহকুমা শাসকের নির্দেশে স্বাধীনতাকামী নিরস্ত্র জনতার উপরে গুলি চালায় পুলিশ। মৃত্যুবরণ করেন ছাবিলা সিং,মহাবীর সিং, শংকর সিং সহ ৫ জন। তাদের এই আত্মবলিদানের স্মৃতি শিলিগুড়িবাসী আজও ভোলেনি।

শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে শিলিগুড়ির স্বাধীনতার ইতিহাসকে উজ্জ্বলতর করে রাখতে এবং সেই অমর শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এস এফ রোড সংলগ্ন উর্বশী সিনেমা হলের পার্শ্ববর্তী স্থানে “শহীদ স্মারক স্তম্ভ” নির্মাণের কাজ অতি দ্রুততার সাথে চলছে। উক্ত ওয়ার্ডের পৌরমাতা, পুরনিগমের সচিব সহ বাস্তুকারবৃন্দদের নিয়ে প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে এদিন এলাকা ঘুরে দেখলেন মেয়র গৌতম দেব।

তিনি এদিন জানান এই কাজ শেষ হলে একটা বড় কাজ হয়ে থাকবে শিলিগুড়িতে। শিলিগুড়ির জনপ্রিয়তা বাড়াতে যেটা অনেকটা সাহায্য করবে বলেও এদিন জানান মেয়র গৌতম দেব। তিনি আরো জানান আমাদের শিলিগুড়িতে বিপ্লবী বাঘাযতীনের গল্প এখনো ইতিহাস হয়ে আছে, আর এই কাজ শেষ হলে আরো ভালো একটা ইতিহাস তৈরী হবে শহর শিলিগুড়িতে। যেটা আগামীতে শিলিগুড়ির জন্য দুর্দান্ত উদাহরন হয়ে দাঁড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *