শিলিগুড়িতে নিজের কর্মক্ষেত্রে নিগৃহীত যুবকের সাথে দেখা করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : “টক টু মেয়র” কর্মসূচিতে শিলিগুড়ি পুরনিগমের ২৬ নং ওয়ার্ডের বাবুপাড়ার বাসিন্দা শ্রী অভিষেক সেনগুপ্ত মেয়র কে তাঁর কর্মক্ষেত্রে হেনস্তার ব্যাপারে একটি অভিযোগ জানিয়েছিলেন।সেই অভিযোগের ভিত্তিতে এদিন তিনি মেয়র গৌতম দেব, পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি নিয়ে কথা বলেন। এর পাশাপাশি, সরাসরি শ্রী অভিষেক সেনগুপ্ত -এর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে বিস্তারিতভাবে কথাও বলেন মেয়র। মেয়র কে দেখে অভিষেক সেনগুপ্ত এদিন গোটা বিষয়টি খুলে বলেন।এদিকে মেয়র এদিন ওই ব্যাক্তির বাড়ির লোকেদের সাথেও কথা বলেন, এবং জানান যারা দোষ করলেন, তারা যতই শক্তিশালী হোক না কেন তাদের শাস্তি পেতেই হবে। বাংলায় থেকে বাঙালির অপমান এটা মেনে নেওয়া যায় না। সবার আগে আমি বাঙালী, তৃণমূল, বিজেপি পরে। আগে বাংলা পরে সব। যে ঘটনা ঘটল তা একেবারে চরম জঘন্যতম। আমি চেষ্টা করবো যাতে ও সুবিচার পায়। এই ঘটনা যদি বাড়তে থাকে তবে ভবিষ্যতে আরো বড় সমস্যা দেখা দিতে পারে।
