শুকনার কাছে লাইনচ্যুত হল ট্রয় ট্রেন, অবশেষে ফের লাইনে উঠালেন রেল কর্মীরা
নিজস্ব সংবাদদাতা : আবার লাইনচ্যুত হল টয় ট্রেন , এবার শুকনা থেকে কিছু দূরে গিয়ে লাইনচ্যুত হয়ে পড়ল একটি টয় ট্রেন। অবশেষে সেই ট্রয় ট্রেনকে লাইনে উঠালেন রেল কর্মীরা। কি কারণে ওই টয় ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ল জানা না গেলেও কোন ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে টয় ট্রেনটি এদিন লাইনচ্যুত হয়ে পড়ে। এমনকি ট্রেনের যাত্রীরা এদিন লাইনচ্যুত হওয়ার কারণে চরম আতঙ্কিত হয়ে ট্রেন থেকে নেমেও পড়েন। যাত্রীদের মধ্যে বেশিরভাগই ছিলেন পর্যটক। পরে রেল কর্মীদের চেষ্টায় ওই টয় ট্রেন টিকে আবার রেললাইনে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়। টয় ট্রেন লাইনচ্যুত হওয়ার খবরে প্রচুর মানুষ ছুটে আসেন, তবে এদিন রেল কর্মীদের চেষ্টায় আর সমস্যা বেশিদূর বাড়েনি।
