শুরু হয়েছে কোচবিহারের বিখ্যাত রাসমেলা, সাজিয়ে তোলা হল গোটা কোচবিহার শহরকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

কোচবিহার : ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কোচবিহারের বিখ্যাত রাস মেলা, আর এই মেলা উপলক্ষ্যে সাজিয়ে তোলা হয়েছে গোটা কোচবিহার শহরকে, রাস উৎসব মূলত বিখ্যাত গোটা কুচবিহার জুড়ে, শুধু কোচবিহার বলা যাবেনা বিখ্যাত এমনকি গোটা বাংলা জুড়েও। বাংলার ঘরে ঘরে রাজ উৎসবের একটা সুনাম তো আছেই। যার ব্যতিক্রম হলো না এবারেও, এদিকে মানুষজনও বাইরে থেকে এসেছেন এবং আসছেন কোচবিহারের রাস উৎসব দেখতে। যেটা কুচবিহারবাসীর কাছে অত্যন্ত গর্বের বিষয়। এদিকে গত কয়েক বছর ধরে, কুচবিহারের বিভিন্ন প্রান্ত থেকেও বহু মানুষজন আসছেন রাস উৎসবের মধ্যে নিজের অবদান রাখতে। অবিশ্বাস্য সব হাতের কারিগরি, এবং বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় মূলত এই রাস মেলাতে। আজকের থেকে না এই ঐতিহ্য চলে আসছে বহুদিন থেকে। এমনকি কোচবিহারের বিভিন্ন জায়গায় সাজিয়ে তোলা হয়েছে রাস উৎসবের আঙিনায় থাকা দোকানগুলিকেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *