সম্পর্ক ক্রমশ খারাপের দিকে, কোনো আমদানি নেই বাংলাদেশের ইলিশ মাছের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : ভরা বর্ষা, এই সময় দরকার ইলিশের। কিন্তু আশ্চর্যের বিষয় এখনো সেভাবে বাজারে দেখা মিলছে না মাছের রাজা ইলিশের। বিক্রেতারা বলছেন এখনো সেভাবে বাজারে আসেনি ইলিশ মাছ। অবাক করার মতনই কথা, কারণ এই সময় শিলিগুড়ি এবং তার আশেপাশের এলাকা গুলিতে ইলিশ মাছের দাপট অন্যান্য মাছের থেকে থাকে প্রায় তিনগুণ বেশি। অথচ এই সময় এখন বাজারে গেলে আপনি পাবেন রুই, কাতলা এবং বাটা মাছ। এদিকে ক্রেতারা এসে জিজ্ঞেস করছে ইলিশ মাছ নেই? বিক্রেতারাও হার করে উত্তর দিচ্ছেন, না। এখনো সেভাবে ইলিশ মাছ আসছে না। কেন্দ্রীয় সরকারের বেশ কিছু নিষেধাজ্ঞার ফলে বাজারে এখনো সেভাবে পাওয়া যাচ্ছে না ইলিশ মাছ। ইলিশ আছে কোলাঘাটের আছে ডায়মন্ড হারবারের আছে, কিন্তু যেটার দিকে সবার চোখ সেই বাংলাদেশের ইলিশ নেই। তবে বিক্রেতারা জানিয়েছেন, সময় লাগছে কিন্তু আসবে। কবে আসবে? সেটা সময়ের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *