সরস্বতী পুজোর দিন বহুল প্রচলিত হাতে খড়ি, এখনও বজায় আছে যার বিপুল জনপ্রিয়তা
নিজস্ব সংবাদদাতা : আগেকার দিনে, বিদ্যার দেবীর কাছে হাতে খড়ি দিয়েই শুরু হতে পড়াশোনা। সরস্বতী পূজা মূলত সব বাড়িতেই হয়। আর বাড়িতে ছোট ছোট বাচ্চারা থাকলে তো আর কথাই নেই,। বাড়িতেই শুরু হয়ে যায় হাতে খড়ি। আগেকার দিনের মানুষের দৃঢ় বিশ্বাস , মায়ের কাছে সন্তানের হাতে খড়ি হলে , সন্তানের পড়াশোনায় কোন অসুবিধা হবে না। এই ধারণা প্রচলিত বহুদিন থেকেই। এখনও তার কোনো ব্যাতিক্রম হয়না। হাতে খড়ি দিয়ে সন্তানের মঙ্গল কামনা করে, সন্তানের পড়াশোনা যেন ঠিকমতো হয় এই কামনাই করেন অধিকাংশ বাবা-মা। হাতে খড়ি দেওয়া একটা আলাদা অনুভূতি বাবা মায়ের কাছে। হাতে খড়ি দিয়ে পড়াশোনা শুরু করলে তাদের সন্তানের পড়াশোনা উচ্চপর্যায় চলে যাবে। এমনটাই মনে করে অধিকাংশ বাবা মা। তাই পূজো আসতেই স্লেট পেন্সিল কেনার ধুমও বেড়ে গেছে, বাবা মায়ের মধ্য। মহালয়ার সময় যেমন রেডিও প্রয়োজন, আবার সরস্বতী পুজোর আগে স্লেট প্রয়োজন । এটাই রীতি থেকে যাবে বাঙালী দের মধ্যে।