সামনে পুজো আসছে , সন্ধ্যা বেলায় সাধারণ মানুষের পথ চলা দায় হয়ে পড়ছে শহর শিলিগুড়িতে
শিলিগুড়ি : পুজো আসছে আর সন্ধ্যা বেলায় শিলিগুড়িতে পথ দিয়ে চলা ক্রমশই দায় হয়ে পড়েছে। শিলিগুড়িতে এখন গণেশ পুজো , প্রায় সারা শিলিগুড়িতেই গণেশ পুজো , সন্ধ্যাবেলায় প্রসাদ বিতরণ, এবং সাথে পাওনা বৃষ্টি, রাস্তাঘাটে চলা এক করুন অধ্যায় সাধারণ মানুষের কাছে। জানা গেছে শিলিগুড়ি বেশ কয়েকটি প্রধান প্রধান মোড়, পার হতে সন্ধ্যা বেলায় এক থেকে দেড় ঘন্টা লেগে যাচ্ছে। অনেকেও আবার এও জানান রাতে আটকে পড়ার ভয়ে দিনেই কাজ করতে হচ্ছে তাদের।
