সিকিমের পর এবার দার্জিলিং, রাস্তা বন্ধ প্রবল বৃষ্টিতে
দার্জিলিং: সিকিমের পরে এবার দার্জিলিং, গত তিনদিন থেকে পাহাড়ে প্রবল বৃষ্টির কারনে একেবারেই পরিসেবা বন্ধ হয়ে যেতে বসেছে। সাধারনত দার্জিলিং শহরে এই ধরনের বৃষ্টির কারনে রাস্তা আটকে থাকে না, অথবা জনজীবন থমকে যায় না, কিন্তুু এবারে বৃষ্টির কারনে শিলিগুড়ি থেকে দার্জিলিং বহু জায়গায় বড় বড় পাথরের চাই পড়ে রাস্তা আটকে গেছে বলে খবর পাওয়া গেছে,।গতকাল শিলিগুড়ি থেকে পাহাড়গামী বহু গাড়ি দার্জিলিং যাবার জন্য রওয়ানা দিলে যেতে না পেরে আবার শিলিগুড়িতে ফিরে যায়। গত দুদিনে বহু পর্যটক বোঝাই গাড়ি পাহাড়ে উঠতে না পেরে শিলিগুড়িতে ফিরে গেছে বলে খবর পাওয়া গেছে। পাংখাবাড়ি রোড এলাকায় রাস্তার দুদিকে পাথরের চাই পড়ে আটকে পড়ে যায় রাস্তা ।দার্জিলিং এ যাবার দুটি রাস্তাই প্রবল বৃষ্টির কারনে বন্ধ হয়ে পড়ায় শিলিগুড়ি এবং দার্জিলিং এর পরিসেবা যাতায়াত এর আপাতত বন্ধ হয়ে পড়ে আছে। প্রবল বৃষ্টির কারনে পাহাড়ের দুদিকে পাথরের চাই পড়ে আটকে গেছে রাস্তা। রাস্তা আটকে থাকায় নামতেও পারছেন না পর্যটকেযা। ফলে একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোটা পাহাড় জুড়ে।
এদিকে সিকিমের পরে এবারে দার্জিলিং এও ধস নামায় পর্যটন এর ক্ষেত্রে একটা জিঞ্জাসা চিহ্ন পড়ে গেল। বিশেষ করে এই উত্তর বঙ্গতে বহু মানুষ পর্যটন শিল্পের উপরে নির্ভর করে আছেন বহুদিন থেকে। দুজায়গাতেই প্রাকৃতিক বিপর্যয় ঘটার কারনে বহু পর্যটক তাদের বুকিং বাতিল করে দিয়েছেন। বর্ষা না গেলে পাহাড়ে আসবেন না কেউই হতাশ হয়ে জানালেন দার্জিলিং এর এক নামকরা হোটেল মালিক। তিনি আরো জানালেন এই বছর উত্তরবঙ্গের পর্যটনে একটা ভারি ধাক্কা দিয়ে গেল বৃষ্টি।