সিবিআই ওপেন ওয়ারেন্ট, রেড কর্নার নোটিস জারি করতে পারে বিনয় মিশ্রর বিরুদ্ধে
বেস্ট কলকাতা নিউজ : বিশেষ সিবিআই আদালত কয়লা পাচার কাণ্ডে ওপেন ওয়ারেন্ট জারি করল যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রর বিরুদ্ধে। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি আর্জি জানিয়েছিল, ওপেন ওয়ারেন্ট জারি করা হোক বিনয়ের বিরুদ্ধে। আসানসোলের বিশেষ সিবিআই আদালত এদিন তা মঞ্জুর করেছে। আরও মনে করা হচ্ছে, এই ওপেন ওয়ারেন্ট জারি করার অর্থ এবার রেড কর্নার নোটিস জারি হতে পারে বিনয়ের বিরুদ্ধে।
সিবিআই আরও মনে করছে, বিনয় আত্মগোপন করে রয়েছেন দুবাইয়ে। কেন্দ্রীয় এজেন্সি মনে করছে তাঁর কাছে অন্য দেশের পাসপোর্টট থাকতে পারে বলেও। এক দেশ থেকে অন্য দেশে তার গতিবিধি রয়েছে যার মাধ্যমে। সে কারণেই এই প্রক্রিয়া বলে মত অনেকের। অন্য দিকে খবর বিনয়ের ভাই বিকাশ মিশ্র পলাতক বলেও। সিবিআই সূত্রে এও জানা গেছে, শেষ এক মাস কোনও খোঁজ নেই তার। তাঁর সঙ্গে এমনকি যোগাযোগও পর্যন্ত করা যাচ্ছে না। ইতিমধ্যেই দুবার জেরা করা হয়েছে বিকাশ মিশ্রকে। কিন্তু তৃতীয় হাজিরার দিন জানানো হলেও সিবিআই আধিকারিকরা কোনো ভাবেই যোগাযোগ করতে পারছেন না বিকাশের সঙ্গে। ২২ মার্চের মধ্যে বিনয়কে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত।সিবিআই বিনয় মিশ্রর সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে সেদিন আদালতে হাজির না হলে।