সুমিতা ক্যান্সার সোসাইটির উদ্যেগে চালু হল বিনামুল্যে বিশেষ বাস পরিষেবা
শিলিগুড়ি : সুমিতা ক্যান্সার সোসাইটির উদ্যোগে এবং নর্থ বেঙ্গল প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট ওনার্স কোঅর্ডিনেশন কমিটির সহযোগিতায়, একজন তত্ত্বাবধায়ক সহ ক্যান্সার রোগীদের জন্য যাতায়াতের সুব্যবস্থা ‘সুমিতা বাস-পাস’ -এর শুভারম্ভ করলেন মেয়র শ্রী গৌতম দেব। তিনি জানান মানুষের সেবায় সুমিতা ক্যান্সার সোসাইটি আরো এগিয়ে যাক এই কামনা করছি আমি।এদিন টি এন বাস টার্মিনালে এই অনুষ্ঠানের সূচনা করে মেয়র জানান আমাদের এই বাসের মাধ্যমে একজন রোগী এবং তার সাথে আরো একজন বিনা মুল্যে এই বাসে করে গন্তব্যস্থলে পৌছাতে পারবেন। এতে তাদের শারীরিকভাবে অনেক অনেক উপকার হবে।
এই বাসে করে শুধুমাত্র শিলিগুড়িই নয় বাইরে থেকে আসা মানুষের উনকার হবে। যেটা তাদের পক্ষে খুবই কষ্টদায়ক ব্যাপার। আমাদের লক্ষ্য থাকবে শিলিগুড়িতে আরো দুই জায়গা থেকে এই বাস পরিষেবা শুরু করা। যাতে মানুষ এই পরিষেবা সহজেই পেতে পারে। কারন সবার পক্ষে এখানে আসা শিলিগুড়ির বিভিন্ন এলাকা থেকে একেবারেই সম্ভব নয়। তিন জায়গা থেকে যদি আমরা এই পরিষেবা শুরু করতে পারি তাহলে মানুষেরই অনেক অনেক উপকার হবে। যেটা তারা আগে একেবারেই পেত না বলে জানান তিনি।আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র এবং ডেপুটি মেয়র ছাড়া অন্যান্য এম এম আই সি এবং কাউন্সিলারেরা।