সোশ্যাল মিডিয়ায় মিথ্যে ছবি পোস্ট করে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কানি দেওয়ার অভিযোগ, বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে ধূপগুড়ি থানায় FIR দায়ের তৃণমূল ছাত্র পরিষদের
নিজস্ব সংবাদদাতা : সোশ্যাল মিডিয়ায় মিথ্যে ছবি পোস্ট করে সাম্প্রদা’য়িক দাঙ্গা উস্কা’নি দেওয়ার অভিযোগ তুলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করলো তৃণমূল ছাত্র পরিষদ। এদিন তারা জানান , বর্তমান পরিস্থিতি একেবারে অনুকূল নয়। রাজ্য বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, এবং সচেতনভাবে তার মোকাবিলা করতে চেষ্টা করছে। কিন্তু এরই মধ্য দুটি রাজনৈতিক দল যেভাবে জনগণের সামনে উস্কানিমূলক মন্তব্য করে চলেছে যেটা সমাজের পক্ষে একেবারেই হিতকর নয়। সুকান্ত মজুমদার যেভাবে উস্কানি মূলক মন্তব্য করে মানুষকে বিভিন্নভাবে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছেন এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। তাই আজকে আমরা কোন উপায় না দেখে এই পদক্ষেপ নিতে বাধ্য হলাম , এদিন এমনটাই জানানো হয় তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে।
