স্কুল ফি মকুবের দাবিতে অভিভাবকরা রাস্তা অবরোধ করল হাওড়ায়
বেস্ট কলকাতা নিউজ : স্কুল ফি মকুবের দাবিতে অভিভাবকরা রাস্তা অবরোধ করল হাওড়ার একটি বেসরকারি স্কুলের সামনে। কোরোনা সংক্রমণ ও লকডাউনের জেরে স্কুল বন্ধ দীর্ঘ তিন মাস ধরে। সেই কারণেই অনলাইন ক্লাস চালু করে বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। কিন্তু অভিযোগে উঠেছে এই ক্লাসের জন্য ফি চাওয়া হয় পড়ুয়াদের কাছ থেকে। সেই কারণেই বিক্ষোভ দেখান অভিভাবকরা৷এমনকি রাস্তাও অবরোধ করেন তারা।
তাঁদের আরও অভিযোগ, স্কুলগুলি তাঁদের থেকে ফি চাইছে এই লকডাউনের মধ্যেও। কিন্তু এই সময় আর্থিক অবস্থা খারাপ তাঁদের অনেকেরই। তাঁদের আরও দাবি, স্কুল যেহেতু বন্ধ তাই ব্যবহার হচ্ছে না ল্যাব,কম্পিউটার ইত্যাদি। সেই কারণে নেওয়া হোক শুধু টিউশন ফি৷
অভিভাবকরা এও বলেন, যদি অবিলম্বে কোনো রকম ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন আগামীদিনেও। BDO রাজা ভৌমিক জানান, রাজ্য সরকার ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে বেতন নিয়ে। এমনকি শিক্ষা দপ্তরের থেকে নির্দেশিকা পাঠানো হয়েছে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলগুলিতেও । সমস্ত স্কুল সেই নির্দেশিকা মেনেই কাজ করবে বলে তাঁর আশা।