স্ট্রেচারের অভাবে রোগীর মর্মান্তিক মৃত্যু, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সুপারের অফিসের সামনে এক তুমুল বিক্ষোভ বিজেপির
নিজস্ব সংবাদদাতা : স্ট্রেচারের অভাবে রোগী মৃত্যু উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব ।এদিন বিজেপির পক্ষ থেকে বিধায়ক শঙ্কর ঘোষ জানান এই তৃণমূল কংগ্রেস সরকার মানুষকে আর কত কি দেখাবে ? শেষ পর্যন্ত এই রাজ্যে স্ট্রেচার পাওয়া গেল না? কতটা দুর্ভাগ্যজনক এই ঘটনা।জানা গেছে এক যুবক উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে আসেন, তাকে নিয়ে আসেন তার পরিবারের লোকজন , কিন্তু ঘন্ট তিন অপেক্ষা করবার পরেও আসেনি কোনো স্ট্রেচার। পরে মৃত্যু হয় ওই যুবকের । এর পরেই ক্ষোভে ফেটে পড়েন সাধারন মানুষ এবং রোগীর আত্মীয়রা। অবশেষে এদিন সকালে এর প্রতিবাদে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপি। তারা অবিলম্বে সুপার এর পদত্যাগ দাবি করে।
