স্বামী ছেড়ে চলে গেছে তবুও আছেন শ্বশুরবাড়িতে , শিলিগুড়িতে এক বিরল প্রতিবাদ এই মহিলার
শিলিগুড়ি : স্বামী ছেড়ে চলে গেছেন তবুও শশুর বাড়িতে তিনি নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রতিবাদী মহিলা। তিনি জানান চাকরি চলে যাওয়ার পরেও শশুর শাশুড়ি দেওর ননদ ছেলে মেয়ে এবং নিজের বাবা মা সবাই রয়েছে তার সাথে, এতগুলো মানুষকে নিয়ে চলতে চাই। তিনি এও বলেন চলছিলাম ভালোই , তবে এই চাকরি চলে গিয়ে প্রায় রাস্তায় এসে দাঁড়িয়েছি। প্রতিবাদী ওই মহিলা এও জানান আমার যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে, তবুও আমি চাই আমার চাকরি ফিরে আসুক। এদের কি হবে ? আমি ছাড়া কিন্তু ওদের কেউ নেই। তিনি আরোও বলেন , এই সরকার মানুষকে ঠকিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে, কিন্তু মানুষ তা হতে দেবে না। চাকরি চলে যাওয়ায় ওই মহিলা ( নাম প্রকাশে অনিচ্ছুক ) জানান আমি বিশ্বাসই করতে পারিনি , আমার কাজ আর নেই , এখন কাল কি হবে এটাই বুঝতে পারছি না। তবে লড়াই করতে যখন নেমেছি , তখন লড়াই করে যাব। শুধুমাত্র সময়ের অপেক্ষা, আবার সুদিন আসবে , টাকা নেই আমার কাছে , আর পিছনে নজন। কি করে দেখবো আমি ওদের আপনারা বলতে পারবেন আমাকে? এমনটাই জানালেন ওই মহিলা
