হঠাৎ করে বৃষ্টি নামলো শিলিগুড়িতে, হতচকিত হয়ে গেলেন পথ চলতি মানুষ
শিলিগুড়ি : হঠাৎ করে বৃষ্টি নামলো শিলিগুড়িতে। গতকাল বুধবার কাজের দিন সকালে বৃষ্টি নামায় কিছুটা হলেও হতচকিত হয়ে গেলেন পথ চলতি মানুষ। যদিও আবহাওয়া দপ্তরের আগের থেকেই পূর্বাভাস ছিল এদিন বৃষ্টি হবে। হঠাৎ করে বৃষ্টি নামায় অনেকেই আটকে পড়লেন রাস্তায়। কাজে যাওয়ার নামে বাড়ি থেকে বেরিয়ে অনেকেই ঠিক সময় ঠিক জায়গায় আসতে পারলেন না। পূজো আসতে আর ৩৯ দিন বাকি। বৃষ্টি এর মধ্য নিঃসন্দেহে অনেকটাই ব্যাঘাত সৃষ্টি করবে এই বিষয়ে কোন সন্দেহ নেই। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে পুজোর সময় আকাশ পরিষ্কার থাকবে।
