হিন্দুরা অত্যাচারিত বাংলাদেশে, হিন্দু মহাজাগতিক মঞ্চৰ পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বের করা হলো শিলিগুড়ির বিধান মার্কেটে
শিলিগুড়ি : বাংলাদেশের অত্যাচারিত হচ্ছে হিন্দুরা, এর প্রতিবাদে হিন্দু মহাজাগতিক মঞ্চ থেকে এক প্রতিবাদ মিছিল বের করা হলো শিলিগুড়ির বিধান মার্কেটে । এদিন হিন্দু মঞ্চের সদস্যরা বিকাল থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষোভ মিছিলে তারা ইউনূসের কুশপুত্তলিকা দাহ করে। আওয়াজ ছিল তাদের একটাই যেভাবেই হোক হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। এদিন সদস্যরা জানান বিশ্বের বিভিন্ন দরবার থেকে যেভাবে প্রতিবাদ হচ্ছে তাতে আমাদের এখানে প্রতিবাদ হওয়াটা একান্তই প্রয়োজন। এদিনের এই মিছিলটি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল গৌরী শংকর মার্কেটে। এমনকি উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষও।