১ এপ্রিল থেকে কলকাতা পৌরনিগম করোনা টিকা দেবে বৃ্ৃদ্ধাশ্রমের প্রবীণ নাগরিকদের
বেস্ট কলকাতা নিউজ : কলকাতা পৌরনিগম এবার করোনার ভ্যাকসিন দেবে ৪৫ বছরের ঊর্ধ্বে থাকা ব্যক্তিদের সঙ্গে বৃদ্ধাশ্রমের প্রবীণ নাগরিকদেরও। পৌরনিগম করোনা ভ্যাকসিনের সেন্টারের সংখ্যা আরও বেশি সংখ্যায় বাড়তে চলেছে পয়লা এপ্রিল থেকে টিকাকরণের জন্য। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, ৪৫ বছরের উর্ধ্বে থাকা সকলকেই দেওয়া হবে করোনা ভ্যাকসিন । সেইমতো কলকাতা পৌরনিগম ৪৫ বছরের ঊর্ধ্বে সকল নাগরিককে টিকা দেওয়ার কাজ শুরু করছে ১ এপ্রিল থেকেই। থেকে টিকাকরণ করা হবে কলকাতা পৌরনিগমের ৬৯ টি স্বাস্থ্য কেন্দ্রে। টিকাকরণ হবে আরও ১১টি সেন্টার থেকে।কলকাতা পৌরনিগম টিকাকরণ শুরু করতে চলেছে মোট ৮০ টি স্বাস্থ্য কেন্দ্র থেকে।