১০ গুণ বেশি সংক্রমণযোগ্য XE Recombinant ভাইরাস মিলল মুম্বাইয়ে!
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে মুম্বইয়ে দেখা মিলল করোনা ভাইরাস -এর নতুন ভ্যারিয়েন্ট XE-এর প্রথম সংক্রমণ! কোভিড-১৯ থেকে মানুষ মুক্তি পাচ্ছে যখন এরকম একটা ধারনা তৈরি হচ্ছে ঠিক সেই সময়ই মিলেছে দ্বিতীয় রিকম্বিন্যান্ট ভাইরাস XE এর সংক্রমণের খবর ! দু’টি উপ-ভ্যারিয়েন্ট ওমিক্রন স্ট্রেন, অর্থাৎ BA.1 এবং BA.2 সংমিশ্রণে তৈরি হওয়া নয়া স্ট্রেন এটি।
হু ইতিমধ্যেই জানিয়েছে, এটি ১০ গুণ বেশি সংক্রমণযোগ্য BA.2 এর চেয়ে। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) জানিয়েছে শনাক্ত করা হয়েছে কাপ্পা ভ্যারিয়েন্টের একটি সংক্রমণও। ভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীদের কোনও গুরুতর লক্ষণ নেই এখনও পর্যন্ত।