৫০ বছরের বেশি সময় ধরে পুজো করছেন সুকুমার ভাদুড়ী , এটাই আমার পরিচয় এমনটাই জানালেন তিনি
শিলিগুড়ি : ছোটবেলা থেকেই, পুজো করতে ভালবাসছেন তিনি। আর একদিন সেই পুজোয় তাকে এনে দিল তার পরিচয়। শিলিগুড়ির হাকিম পাড়ার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুকুমার ভাদুড়ী যার বয়স বর্তমানে ৬৯ জানালেন, ঈশ্বরের সাধনা করতে করতে কখন যে পঞ্চাশ বছর পার হয়ে গেল, আমি বুঝতেই পারিনি। আর হয়তো এটাই আমার কাছে সব থেকে বড় আশীর্বাদ। সুকুমার ভাদুড়ী জানালেন, ছোটবেলা থেকে বাবার পাশে থেকে থেকে সবকিছু শিখে গেছেন, আর সেটাই তাকে পরিচয় দিয়েছে ভবিষ্যতে। তিনি আরো জানালেন তার শেখাটা পুঁথিগত শেখা নয়, তার শেখাটা একেবারে বাস্তব। তাই তিনি পূজো করতে বসে ভুল করেননি কখনো। সুকুমার ভাদুড়ি আরো জানান, তার এই পৌরহিত্যের কাজে তাকে সব সময় সাহস জুগিয়ে চলেছেন তার স্ত্রী, অরুনা ভাদুরি এবং তার আশেপাশের অনেক পরিচিত মানুষ।
সুকুমার বাবু আরও জানান, এটাই তার কাছে বড় প্রেরণা। তিনি সব পূজাই করতে পারেন, দুর্গা পুজো, কালীপুজো, সরস্বতী পুজো, বিশ্বকর্মা পুজো এবং গণেশ পুজো। কোনো অসুবিধা হয় না তার। এসবই ভগবানের কাছ থেকে পাওয়া আশীর্বাদ, জানালেন তিনি। সুকুমার ভাদুড়ীর শিলিগুড়ির ১৫ নম্বর এলাকায় এক পরিচিত নাম, সকলের ডাকে ভাদুরি বাবু নামেই চেনেন। তিনি আরো জানালেন আমার এই ৬৯ বছর বয়সে কোন অসুবিধা হয় না, আমি সব কাজ করে থাকি। আর ঘুরে বেড়াই। আমি ঘুরতে ভালবাসি বেড়াতে ভালোবাসি। আমার সন্তান আমার মেয়ে কলকাতায় কর্মরত। তার কন্যা হিসেবে দায়িত্ব সে পালন করেছে। তাই আমি তৃপ্ত সব দিক দিয়ে, এমনটাই জানালেন সুকুমার ভাদুড়ী।