রাজ্যপাল দক্ষিণেশ্বরে পুজো দিলেন দেশ ও রাজ্যের মঙ্গল কামনা করে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাজ্যপাল জগদীপ ধনকড় পুজো দিলেন দক্ষিণেশ্বর মন্দিরে৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। কিছুক্ষণ মন্দিরে থাকার পর তাঁরা বেরিয়ে যান ভবতারিণী মায়ের পুজো দিয়েই । মন্দির থেকে বেরোনোর সময় তিনি বলেন, “মায়ের কাছে আমি প্রার্থনা জানিয়েছি যাতে ভালো হয় দেশ ও রাজ্যের।” সঙ্গে তিনি এও বলেন, এই সংকটময় পরিস্থিতিতে এক হয়ে কাজ করতে হবে কেন্দ্র ও রাজ্য উভয়কেই।

কোরোনা সংক্রমণ রুখতে লকডাউনের জেরে দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ বন্ধ ছিল প্রায় আড়াই মাস ধরে। গত শনিবার থেকেই মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য। তবে মন্দিরে পুজো দেওয়া যাবে বেশ কিছু সতর্কতা মেনেই ।গতকাল সস্ত্রীক রাজ্যপাল পুজো দিলেন সমস্ত নিয়মবিধি মেনেই৷

মন্দির থেকে বেরোনোর পর রাজ্যপাল আরও বলেন, ‘আনলক পরিস্থিতিতে সাধারণ দর্শনার্থীদের যেভাবে স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে প্রবেশ করানো হচ্ছে তাতে আমি অত্যন্ত খুশি।’ গতকাল রাজ্যপালের পক্ষ থেকে দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ-এর হাতে ২ হাজার কেজি চাল, ২৫০ মাস্ক এবং এক লাখ টাকা তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *