অনলাইনে গেম খেলার ভয়ঙ্কর নেশা, অবশেষে আত্মঘাতী হল এক যুবক
নিজস্ব সংবাদদাতা : মোবাইল গেম খেলা নিয়ে আত্মঘাতী হলো এক যুবক। মৃত যুবকের নাম মোহাম্মদ সিরাজ। পরিবার সূত্রে জানা গেছে রাতে কাজ থেকে ফিরে কারো সাথে কোন কথা না বলে না খেয়ে নিজের ঘরে চলে যায় সে। তারপর পরদিন তার মা দরজা ধাক্কাধাক্কি করে সাড়া না মেলায় জানলা দিয়ে উঁকি মেরে দেখেন তার ছেলের ঝুলন্ত মৃত। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে ওঠেন, পাড়া প্রতিবেশীরা এসে এদিন মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে পাঠায়। পুলিশে এর পরে মৃত দেহ ময়না তদন্তের জন্য পাঠায়। তার মা জানান তার ছেলের অনলাইন গেম খেলার প্রতি প্রচন্ড আসক্তি ছিল। খুব সম্প্রতি সে একটি ল্যাপটপ কিনেছিল , গেম খেলার জন্য । কিন্তু সে কেন এই কাজ করলো সেটাই কেউ বুঝতে পারছেন না। এদিকে এদিন এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। নিরীহ ছেলের অনলাইন গেমের বলি হওয়ার ঘটনাও মেনে নিতে পারেনি কেউ।
