‘অপারেশন সিঁদুর চরম মূল্যহীন’, ভারত-পাক ম্যাচের বিরোধিতায় সরব হল পহেলগাঁও হামলায় নিহতের পরিবার
বেস্ট কলকাতা নিউজ : ম্যাচ যদি খেলতেই হয় ফিরিয়ে দাও আমার ১৬ বছরের ভাইকে ৷ গুলিতে যাঁকে ঝাঁঝরা করেছিল জঙ্গিরা ৷” পহেলগাঁও হামলায় নিহত ভাইকে স্মরণ করে এশিয়া কাপে ভারত-পাক ম্য়াচের আগে এই ভাষাতেই গর্জে উঠলেন গুজরাত ভাবনগরের নিহত পর্যটকের পরিবার ৷ পহেলগাঁও ঘটনার পরেও বাইশ গজে ভারত-পাক ম্যাচ নিয়ে যারপরনাই হতাশ একইসঙ্গে ক্ষুব্ধ নিহত পর্যটকের পরিবার ৷

পহেলগাঁও হামলা, অপারেশেন সিঁদুরের মত সাম্প্রতিক ঘটনার পরেও এদিন এশিয়া কাপে মুখোমুখি হয় ভারত-পাক ৷ যে ম্যচ নিয়ে চর্চার শেষ নেই ৷ এদিকে এদিন ম্য়াচ বয়কটের দাবিও উঠে আসে বিভিন্ন মহল থেকেও ৷ ম্য়াচের আগে অবশেষে কেন্দ্রের সমালোচনায় সরবও হতে দেখা যায় পহেলগাঁও হামলায় স্বজন হারানো পরিবারকেও ৷ ভারত সরকারের পাকিস্তানের বিরুদ্ধে সূর্যকুমারদের ম্য়াচ খেলার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত কোনওভাবেই মেনে নিতে পারেনি বলে এদিন জানান তাঁরা ৷ ক্ষোভ উগরে পহেলগাঁও হামলার জবাব হিসেবে ভারতের সশস্ত্র সেনার ‘অপারেশন সিঁদুর’ নিয়েও প্রশ্ন তুলে দিলেন সাওয়ান পারমার ৷ সংবাদসংস্থা এএনআই’কে তিনি আরও বলেন, “আমরা যখন জানলাম ভারত-পাকিস্তান ম্য়াচ হতে চলেছে তখন থেকেই আমরা চরম বিরক্ত ৷ পাকিস্তানের সঙ্গে আর কোনওরকম সম্পর্কই রাখা উচিত নয় ৷ আর ক্রিকেট যদি খেলতেই হয় তাহলে গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া আমার ১৬ বছরের ভাইকে ফিরিয়ে দাও ৷ অপারেশন সিঁদুর আর কোনও মূল্য আছে বলে আমার মনে হয় না ৷”
এমনকি প্রধানমন্ত্রী কীভাবে এদিন এই ম্য়াচ খেলার অনুমতি দিলেন, প্রশ্ন তুলেছেন পহেলগাঁও হামলায় নিহত ভাবনগরের কিশোর পর্যটকের মা কিরণ পারমার ৷ তাঁর কথায়, “এই ম্য়াচটা হওয়া উচিত ছিল না ৷ আমি প্রধানমন্ত্রী মোদিকে প্রশ্ন করতে চাই যে অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি ৷ তাও কীভাবে ভারত-পাক ম্যাচ হল ? আমি সকলকে বলতে চাই পহেলগাঁও হামলায় প্রিয়জন হারানো পরিবারগুলোয় গিয়ে দেখুন কতটা শোকের মধ্যে রয়েছেন তাঁরা ৷ আমাদের ক্ষত এখনও টাটকা ৷” এদিকে রাজনৈতিক মহলেও ছড়ায় তীব্র ক্ষোভ ৷ এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ হওয়া নিয়ে কেন্দ্রের সমালোচনায় সরব হয় শিবসেনা (ইউবিটি), আপ ৷ শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে বলেন, “এই ম্যাচ জাতির ভাবাবেগকে চরম অপমান” ৷ তাঁর সংযোজন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এশিয়া কাপের ম্যাচ বয়কট করা উচিত ৷” পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানে বলেন, “যতবারই ভারত-পাক ম্য়াচ অনুষ্ঠিত হয় ততবার পহেলগাঁও-পুলওয়ামার মতো ঘটনা মানুষ ভুলে যায় ৷”