অফিসেই মহিলাদের সঙ্গে আপত্তিকর কাজকর্ম করার অভিযোগ ! ভিডিয়ো ছড়াতেই বরখাস্ত হল ডিজিপি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অফিসে বসেই উর্দি গায়ে একাধিক মহিলার সঙ্গে আপত্তিকর কাজকর্ম করার অভিযোগ ! সাসপেন্ড করা হল কর্ণাটকের শীর্ষ আইপিএস আধিকারিক এবং নাগরিক অধিকার প্রয়োগ দফতরের (ডিসিআরই) ডিজি কে রামচন্দ্র রাওকে ৷ ঘটনার গুরুত্ব বুঝে তাঁর বিরুদ্ধে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে কর্ণাটকের কংগ্রেস সরকার ৷

কর্মচারী ও প্রশাসনিক সংস্কার বিভাগ (ডিপিএআর)-এর সচিব কেভি অশোকার তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ বিজ্ঞপ্তি অনুযায়ী, 1993 ব্যাচের আইপিএস রামচন্দ্র রাওয়ের অশালীন কর্মকাণ্ডের ভিডিয়ো চারিদিকে ছড়িয়ে পড়ে ৷ ঘটনায় রাজ্যের সরকার অত্যন্ত বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে ৷ এই ধরনের আচরণের দ্বারা সর্বভারতীয় পরিষেবা বিধি, ১৯৬৮ -এর 3 নম্বর নিয়ম লঙ্ঘন করেছেন রামচন্দ্র ৷ সেই কারণে তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটক সরকার ৷

ডিপিএআর-এর তরফে জানানো হয়েছে, সর্বভারতীয় পরিষেবা বিধি অনুসারে রামচন্দ্রের বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খভাবে বিভাগীয় তদন্ত করা হবে ৷ তদন্ত চলাকালীন তিনি কোনও মতেই কর্ণাটক পুলিশের সদর দফতর ছাড়তে পারবেন না ৷ একমাত্র সরকারের তরফে লিখিত অনুমতি পেলেই তিনি পুলিশের সদর দফতর ছাড়তে পারবেন ৷ সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা গিয়েছে, ডিউটি চলাকালীন নিজের অফিসে উর্দি গায়ে একাধিক মহিলার সঙ্গে আপত্তিকর আচরণ করছেন রামচন্দ্র ৷ ভিডিয়োগুলি প্রকাশ্যে আসতেই বিতর্কের সৃষ্টি হয় ৷ সোমবারই এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ৷ স্পষ্ট জানিয়ে দেন, এই বিষয়ে স্বরাষ্ট্র দফতরের কাছে রিপোর্ট তলব করা হয়েছে ৷ রামচন্দ্রের বিরুদ্ধে কোনও অনিয়ম প্রমাণিত হলে তাঁর পদমর্যাদার কথা না-ভেবেই কড়া পদক্ষেপ করা হবে বলে জানান তিনি ৷ মুখ্যমন্ত্রীর বক্তব্যের কয়েকঘণ্টার মধ্যে অভিযুক্ত আইপিএস-কে বরখাস্ত করা হয় ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *