অবশেষে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে প্রকাশিত হল একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা। মূলত স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র তরফে গতকাল ই তালিকা প্রকাশ করা হয়৷ এমনকি মেধাতালিকার পাশাপশি প্রকাশিত হয়েছে ওয়েটিং লিস্টের তালিকাও৷ ফলে ওয়েটিং লিস্টে কারা আছেন, সেটা বোঝা যাচ্ছে। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শূন্যপদের সংখ্যা ১২ হাজার ৪৪৫ । একাদশ-দ্বাদশের ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছিলেন ১৮ হাজারের কিছু বেশি প্রার্থী। সেখান থেকে ১২ হাজার ৪৪৫ জনের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। বাকিরা রয়েছেন ওয়েটিং লিস্টে।

যোগ্য চাকরিহারা শিক্ষকরা দাবি করেছেন, একাদশ-দ্বাদশে ইন্টারভিউতে তাঁদের মধ্য থেকে ডাক পেয়েছেন ৮২৯৯ জন। এখান থেকে কত জন মেধা তালিকায় ঠাঁই পেলেন, এখন সেটাই দেখার। যাঁরা পেলেন না, তাঁদের আর চাকরি থাকবে না৷ তাঁদের চাকরির মেয়াদ ৩১ জুলাই শেষ হয়ে যাবে। অন্যদিকে নতুন এসএসসি চাকরিপ্রার্থীদের অভিযোগ, যোগ্য শিক্ষকরা যেহেতু অভিজ্ঞতার জন্য অতিরিক্ত ১০ নম্বর পেয়েছেন, তাই একাদশ-দ্বাদশে ইন্টারভিউতে ডাক পাওয়ার ক্ষেত্রে তাঁরা পিছিয়ে পড়েছেন। ফলে একাদশ-দ্বাদশে মেধা তালিকায় নতুন চাকরিপ্রার্থী কম থাকতে পারে।

উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসির দুর্নীতির জেরে চাকরি বাতিল হয়েছে প্রায় ১৯ হাজার শিক্ষক-শিক্ষিকার। তার মধ্যে এসএসসির বাছাই করা যোগ্য শিক্ষকদের সংখ্যা ১৫ হাজার ৪০৩ । তাঁদের নিয়ে আবার নতুন করে এসএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষা আয়োজন করে। সেই পরীক্ষায় নতুন চাকরিপ্রার্থীরাও অংশ নিয়েছিলেন। এসএসসি-র একাদশ-দ্বাদশ পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন। তাঁদের মধ্যে ৩ হাজার ১২০ জন বিশেষ ভাবে সক্ষম। পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *