অবশেষে মুর্শিদাবাদে তদন্ত শুরু করল সিট, গ্রেপ্তারি বেড়ে দাঁড়ালো ২৭৪
বেস্ট কলকাতা নিউজ : প্রশাসনিক পদক্ষেপের জেরে একে একে ঘরে ফিরতে শুরু করেছেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়ান এলাকার গৃহহীন বাসিন্দারা। বৃহস্পতিবার পরিসংখ্যান দিয়ে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত মোট ৮৬টি পরিবার ফিরে এসেছে।’ পুলিশ কর্তারা আশাবাদী বাকি গৃহহীন পরিবারগুলো দ্রুত ফিরে আসবে। সম্প্রতি জঙ্গিপুর মহকুমার সামশেরগঞ্জ এবং আশেপাশের এলাকায় যে অশান্তির ছড়িয়েছিল তার তদন্ত করার জন্য রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি (আইনশৃঙ্খলা) নির্দেশে একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে নয় সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। সিটের তদন্তকারীদের সাহায্য করার জন্য জঙ্গিপুর পুলিশ জেলার তরফ থেকেও আলাদা করে দশ জনের বিশেষ একটি দল গঠন করা হয়েছে বলে সূত্রের খবর।

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, ‘জঙ্গিপুরে ঘটে যাওয়া ঘটনাগুলোর তদন্তের স্বার্থে যা যা করার দরকার বিশেষ তদন্তকারী দল সব করবে। আজ থেকেই তারা গুরুত্বপূর্ণ ঘটনাস্থল পরিদর্শন করা শুরু করেছে।’পুলিশ সুপার আরও জানান, ‘জঙ্গিপুরের বিভিন্ন ঘটনায় এখনও পর্যন্ত সব মিলিয়ে মোট ৬০টি মামলা রুজু হয়েছে এবং মোট ২৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে নতুন করে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।’