বর্ধমানের লঙ্কা চা বাড়িয়ে দিয়েছে শীতের রোমাঞ্চকর পরিবেশ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : শীতের দিনে একটা আলাদাই মজা গরম চায়ের কাপে চুমুক দেওয়ার। এমনিতেই একটা উষ্ণতার ছোঁয়া থাকে শীতকালীন চায়ে। কিন্তু সেই চা হয় যদি কাঁচা লঙ্কার তাহলেও ! কিছু নেই অবাক হওয়ার, সাধারণ মানুষজন কাঁচা লঙ্কার চা খেতে ক্রমশ ভিড় করছেন বর্ধমান শহরে। আর বর্ধমান শহরের আড্ডা ক্রমশ জমে উঠেছে এই ফেমাস লঙ্কা চা কে কেন্দ্র করেই৷

বর্ধমান শহরের টাউনহলের উলটো দিকে নজরে আসবে মিউনিসিপ্যাল বয়েজ় হাইস্কুল। স্কুল লাগোয়া সরু গলি দিয়ে ঢুকতে প্রথমেই সাহা টি কর্নার পড়বে ডানদিকে। স্পেশাল লঙ্কা চা ই হল এই সাহা টি কর্নারের বিশেষত্ব৷ সেখানে যেতে হবে বেলা বারোটার পর থেকে রাত বারোটার আগে পর্যন্ত। দোকানের মালিক গোবিন্দ সাহা সারা বছরই চিন্তাভাবনা করেন চায়ের স্বাদ নিয়ে। চায়ের স্বাদ পেতে সেই দোকানে ছুটে যান পথচলতি মানুষ থেকে অফিসের কর্মী সকলেই। আর দামও নিতান্ত সাধ্যের মধ্যে, এক কাপ চা এর দাম পড়বে মাত্র পাঁচ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *