অবশেষে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ রিলায়েন্স জুটমিলে, শ্রমিকদের রেল অবরোধ কাঁকিনাড়ায়
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুললো ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলে। এদিকে শ্রমিকদের মাথায় হাত আজ সকালবেলা কাজে যোগ দিতে এসে কারখানার গেটে নোটিশ দেখে।এমনকি ক্ষোভের বশে শ্রমিকেরা অবরোধ করে উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া রেল স্টেশনেও । এছাড়াও নিত্যযাত্রীরা চরম সমস্যায় পড়েন অফিস টাইমে ট্রেন পরিষেবায় বিঘ্ন ঘটায় । ভাটপাড়া থানার পুলিশ ও জিআরপি অবরোধকারীদের হটিয়ে দেয় মৃদু লাঠিচার্জ করে। পরে কিছুক্ষন চলার পর অবরোধ উঠে যায়।
এদিকে প্রায় ৪ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন রিলায়েন্স জুটমিল বন্ধ হয়ে যাওয়ার ফলে । কারখানা কর্তৃপক্ষ নোটিশে উল্লেখ করেছেন কাঁচামাল পাটের জোগান না থাকার কথা। এদিকে কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা কাঁচামালের জোগানের খবর। কারখানা কর্তৃপক্ষ বেশি মুনাফার জন্য কাঁচামাল অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে বেশি দামে। শ্রমিকদের চিন্তা মিল বন্ধ হয়ে যাওয়ার ফলে কীভাবে চলবে তাঁদের সংসার।
এদিকে শিয়ালদা মেন শাখায় সকালবেলা ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে কাঁকিনাড়ায় রেল অবরোধের জেরে। একে একে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন। ভাটপাড়া থানার পুলিশ ও জিআরপি এসে পরিস্থিত স্বাভাবিক করে রেল অবরোধের খবর পেয়ে।এদিকে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, সম্পূর্ণ অযৌক্তিক জুটমিল বন্ধের প্রতিবাদে রেল অবরোধ।