অবশেষে সুখবর! স্মার্ট কার্ড ফিরছে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশনে
বেস্ট কলকাতা নিউজ : দু চাকা গাড়ির লাইসেন্সের আবেদনের সংখ্যা ক্রমশ বেড়েছিল করোনা পরিস্থিতিতে। এমনকি পরিবহন দপ্তরও স্মার্ট কার্ডের লাইসেন্স দেওয়া আপাতত স্থগিত রেখেছিল সংক্রমণ যাতে না ছড়িয়ে যায় তার জন্যও। আবারও স্মার্ট কার্ড ফিরতে চলেছে প্রবল জনমতের চাপে। রাজ্যের যাবতীয় ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্মার্ট কার্ডেই থাকবে আগের মতন। মূলত, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক ২০১৯ সালের মার্চ মাসে দেশজুড়ে নির্দেশ জারি করে ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্মার্ট কার্ডে রূপান্তরিত করার। কিন্তু অভিযোগ ওঠে সেসময় পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে ঢিলেমি করে বলেও। স্মার্ট কার্ড বাবদ এই টাকা নিয়ে নানান রকম অভিযোগ উঠেছিল এমনকি জেলায় জেলায়।
ক্রমেই বাড়ছিল পরিবহন দপ্তরের অভ্যন্তরীণ সমন্বয়ের অভাবও। এদিকে পরিবহণ দফতর সূত্রের রাজ্য সরকার কার্যত স্মার্ট কার্ড ফিরিয়ে আনতে বাধ্য হল বিভিন্ন বিভাগে সমন্বয় আনতে ও জনমতের প্রবল চাপে। পরিবহন দপ্তরের প্রধান সচিব রাজেশ সিনহা জারি করেছেন রাজ্যের সর্বত্র স্মার্ট কার্ড চালু করার বিজ্ঞপ্তিও। অহেতুক হেনস্থার শিকার হতে হচ্ছে এই অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করছিলেন গাড়ির মালিক এবং চালকেরা। এই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।