FEATURED রাজ্য অবিকল কমলালেবুর মতো দেখতে, পাঞ্জাব থেকে আসা এই ফল খুব জনপ্রিয় উত্তরবঙ্গ জুড়ে January 13, 2026January 13, 2026 Best Kolkata 0 Comments বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ নিজস্ব সংবাদদাতা : অবিকল কমলালেবুর মতো দেখতে, বলা হয় কিনু। জানা গেছে এই ফল আসে পাঞ্জাব থেকে। ষাট টাকা কেজি, খেতে অবশ্য টক হয়, উত্তরবঙ্গে খুব জনপ্রিয় এই ফল। এমনটাই জানালেন ফল বিক্রেতা।