‘অবিলম্বে যোগ্য শিক্ষকদের নিয়োগ করতে হবে’-এই দাবিতে অবশেষে পথে নামল CPI(ML) ও SUCI
শিলিগুড়ি : ‘অবিলম্বে যোগ্য শিক্ষকদের নিয়োগ করতে হবে’-দাবিতে পথে নামল CPI(ML) ও SUCI, তারা জানান এটা কোনদিন ভাবতে পারা গেছে , যোগ্য শিক্ষকদের চাকরি চলে যাবে , তা ওই তৃণমূল সরকারের আমলে। আমরা কিছুতেই এই অনার্য যুক্তি মেনে নেব না। যেসব যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হল , বা বলতে পারা যায় চাকরি কেড়ে নেওয়া হলো তার দায় কে নেবে? আমরা নিজের নিজের কথা ভেবে অস্থির, কিন্তু ময়নাগুড়ি ধুপগুড়ি এবং জলপাইগুড়িতে বাংলা মাধ্যমে স্কুলগুলির কি ভয়ংকর অবস্থা, সেখানে পড়ানোর কোনো শিক্ষক নেই, দায়িত্ব কে নেবে?

তারা আরো জানান এখানে যারা পড়তে আসেন, বা বলতে পাওয়া যায় এই স্কুলে পড়াশোনা করেন, তাদের পারিবারিক অবস্থা অতটা ভালো নয় বলেই তো বাংলা মাধ্যম স্কুলে পড়তে আসেন, আমাদের খুব দুর্ভাগ্য যে এই দিনও আমাদের দেখতে হল। আর ভাবাই যায় না , তাদের স্কুলে শিক্ষক নেই , তাদের পরিবারের আর্থিক সঙ্গতি নেই এবং স্বচ্ছলতা নেই যে গৃহ শিক্ষক রাখবে, তাহলে তাদের ভবিষ্যৎ কি অন্ধকারে তলিয়ে যাবে? তারা তো কোন দোষ করেনি , এই ভয়াবহ অবস্থার জন্য দায় একমাত্র তৃণমূল সরকারের, তাদের অকর্মণ্যতার জন্য আজ এই পরিস্থিতি। এদিন এসইউসিআই তরফ থেকে আরও জানানো হয় অবিলম্বে যদি নির্দোষ শিক্ষকদের কোন ব্যবস্থা না করে দেয় সরকার, তবে তারা পথে বসে আন্দোলন শুরু করবে।