অভিযোগ একাধিক বেনিয়মের ! অবশেষে বন্ধ হল শৈলশহরের ঐতিহ্যবাহী গ্লেনারিজের পানশালা
বেস্ট কলকাতা নিউজ : শৈলশহর বেড়াতে যাওয়া হবে অথচ গ্লেনারিজে পর্যটকরা যাবেন না তা হতেই পারে না । কিন্তু বড়দিন ও ইংরেজি নতুন বছরের আগে বড়সড় ধাক্কা খেল গ্লেনারিজ কর্তৃপক্ষ । মঙ্গলবার তিন মাসের জন্য গ্লেনারিজের শতবর্ষ পুরনো পানশালা বন্ধ করে দিল আবগারি দফতর । আর এই খবর চাউর হতেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে দার্জিলিংয়ে । বলাবাহুল্য, গ্লেনারিজের মালিক ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্টের আহ্বায়ক তথা জিটিএ’র সভাসদ অজয় এডওয়ার্ড । এসবের পিছনে রাজনৈতিক অভিসন্ধি থাকার অভিযোগ তুলেছেন অজয় এডওয়ার্ড ও তার দলের নেতৃত্ব ।

মঙ্গলবার রাতে শৈলশহরের ঐতিহ্যবাহী গ্লেনারিজের পানশাল বন্ধ করে দেয় দার্জিলিং জেলা আবগারি বিভাগ । সূত্রের খবর , পানশালার বিরুদ্ধে একাধিক বেনিয়মের অভিযোগ রয়েছে । সরকারের অনুমোদন এবং প্রয়োজনীয় নথিপত্র ছাড়া পানশালা চালানোর অভিযোগ উঠেছে গ্লেনারিজ কর্তৃপক্ষের বিরুদ্ধে । সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার গ্লেনারিজের পানশালায় অভিযান চালায় জেলা আবগারি বিভাগ । নির্দিষ্ট নথি ও নিয়ম বহির্ভূত কর্মকান্ডের অভিযোগের ভিত্তিতে আগামী তিন মাসের জন্য বন্ধ করে দেওয়া হয় ওই পানশালা ।
এই বিষয়ে দার্জিলিং জেলা আবগারি বিভাগের ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কালেক্টর সরণ্য বারিক বলেন, “গ্লেনারিজের বিরুদ্ধে রাজ্যের আবগারি নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে । সেই কারণেই বিখ্যাত এই বার কাম রেস্তোরাঁ এবং মিউজিক বন্ধ করে দেওয়া হয়েছে । লাইসেন্স আগামী তিন মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে । এই তিন মাসের মধ্যে যদি পানশালা কর্তৃপক্ষ আপিল করতে চাইলে তাহলে তারা করতেই পারেন । তবে এই অনিয়মের বিরুদ্ধে যা আইনানুগ ব্যবস্থা নেওয়ার সেটা গ্রহণ করা হবে ৷”

