পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভার ভোটযুদ্ধ … তৃণমূল জোর মরিয়া চা বলয়ের ভোট টানতে! আজ অভিষেকের সভা মালবাজারে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন৷ তার পরেই লোকসভার মহারণ৷ উত্তরবঙ্গের চা–বলয়ে বিজেপির শক্তি রয়েছে মূলত শ্রমিকদের মধ্যে সংগঠনকে ঘিরেই। তাই নতুনভাবে গঠিত তৃণমূল কংগ্রেস চা–বাগান শ্রমিক ইউনিয়নের ব্যানারে গত ১০ সেপ্টেম্বর জলপাইগুড়িতে সমাবেশ করার টার্গেট নিয়েছিলেন। সেখানেই তিনি চা-শ্রমিকদের জন্য নানা ইস্যুকে তুলে ধরেছিলেন। শ্রমিকদের সব সমস্যার সমাধানে জলপাইগুড়ি জেলায় গত সেপ্টেম্বর মাসে হয় সম্মেলন, ১১ সেপ্টেম্বর মালবাজারের আরআর স্কুলের মাঠে হয় সমাবেশ । সেই মালে আজ ফের হতেচলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা৷

হলদিয়া মডেলে চা-বলয়ে সম্মেলন ও সমাবেশে শ্রমিকদের প্রতিক্রিয়ার ভিত্তিতেই তৈরি হয়েছে সংগঠনের রূপরেখা। শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত বন্দোপাধ্যায় জানিয়েছেন, “উত্তরের চা-শ্রমিকরা এই সম্মলনে উপস্থিত ছিলেন। হলদিয়ার মতোই ছিল কাচের বয়াম। জেলাভিত্তিক যে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তাঁদের মধ্যে যাঁরা বলতে ইচ্ছুক তাঁরা কাগজে নাম লিখে বয়ামে জমা দিয়েছিলেন। লটারি করে নাম নির্বাচন করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় চা-শ্রমিকদের এ-যাবৎকালের বৃহত্তর সমাবেশে আলোচনা করে গিয়েছেন চা-বলয়ে ওই সম্মেলনের নির্যাস নিয়েই । এর আগে চা-শ্রমিকদের নিয়ে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে কালচিনি এবং নকশালবাড়িতে। সেই সম্মেলনেও তুলে ধরা হয় চা-শ্রমিকদের সুবিধা, অসুবিধা প্রতিটি বিষয় । নিঃসন্দেহে এক ঐতিহাসিক পদক্ষেপ বাংলার বুকে চা শ্রমিকদের নিয়ে এই সভা। উল্লেখ্য বাম জমানায় ও পরবর্তীতে বিজেপি শ্রমিকদের প্রলোভিত করেছে। কিন্তু কোনওভাবেই ন্যায্য পাওনা পৌঁছে দেয়নি তাদের হাতে।”

মূলত সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন। গত পঞ্চায়েত নির্বাচনে চা বলয়ে তৃণমূল কংগ্রেস ভাল ফল করলেও বিজেপি পাল্টা লড়াই দিয়েছে৷ এমনকী, লাগাতার লোকসভা ভোট থেকে বিধানসভা ভোটে কেন্দ্রীয় শাসক দল ভাল ফল করে নেয়। এদিকে তৃণমূল কংগ্রেসও উত্তরে ফল ভাল করতে চাইছে। ইতিমধ্যেই উত্তরের আঁচ পেতে চালু করা হয়েছে ‘এক ডাকে অভিষেক’৷ এবার চা বলয়ের মাটিতে দাঁড়িয়ে কী বার্তা রাখেন অভিষেক, সেদিকেই নজর রাজনৈতিক মহলের ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *