আকাশছোঁয়া আলুর দাম, এসডিও আড়ত, বাজারে হানা দিল কৃষি দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে
বেস্ট কলকাতা নিউজ : সরকার থেকে আলুর মূল্য বেঁধে দেওয়ার পরেও আকাশছোঁয়া বাজারে আলুর দাম, ক্রেতারা এমনটাই অভিযোগ করছেন। কোনো কিছু সুরাহা হচ্ছে না বারবার প্রশাসনের তরফে বলেও। অবশেষে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে শনিবার সকালে সদর মহকুমা শাসক রাজীব মণ্ডল হানা দিলেন বীরভূমের সিউড়ির আড়ত থেকে শুরু করে এমনকি বাজারেও। কৃষি দফতরের আধিকারিকরাও ছিলেন তাঁর সঙ্গে।
শনিবার সকালে প্রথমে গিয়ে রাজীববাবু উপস্থিত হন সিউড়ির নেতাজি মার্কেটে। সেখানে গিয়ে তিনি আড়তদারদের কাছে জিজ্ঞাসা করেন আলুর পাইকারি দামও।এমনকি তিনি দেখেন আলু কেনার বিলের কপিও। সেখান থেকে মহকুমা শাসক হানা দেন সিউড়ি- সাঁইথিয়া বাইপাস এলাকায় থাকা আনাজ বাজারেও। সেখানেও তিনিখোঁজ খবর নেন আলুর দাম সম্পর্কেও।