বেআইনি মদ বিক্রি, স্ত্রী গ্রেফতার হল স্বামীর অভিযোগের ভিত্তিতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : হোক না দীর্ঘদিনের দাম্পত্য জীবন , তা বলে কি অভিযোগ জানানো যাবে না অন্যায়ের বিরুদ্ধে! ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা জগবন্ধু বিশ্বাস এবার সেই অসাধ্যসাধনই করে দেখালেন। ওই ব্যক্তি নিজের স্ত্রীর বিরুদ্ধে পুলিশে কাছে অভিযোগ জানান পাড়ার ভিতরে অবৈধভাবে বাংলা মদের দোকান চালানোর অপরাধে। স্বামী জগবন্ধুবাবুর অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করেছে তার স্ত্রীকে। বসিরহাট মহকুমার হাড়োয়া থানার মানুষজন সাক্ষী থাকলেন এমনই উলোটপুরাণের।

বছর ৫০এর মিনতি বিশ্বাস দীর্ঘদিন ধরে বেআইনি বাংলা মদের ব্যবসা করতেন বসিরহাটের হাড়োয়া থানার অন্তর্গত খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েতের বাসাবাটি গ্রামের ব্রাহ্মণপাড়া এলাকায়। পাড়ার লোকও মিনতিদেবীর উপর রীতিমতো ক্ষিপ্ত হয়ে ছিলেন জনবসতিপূর্ণ এলাকায় পাড়ার ভিতরে বসে দিনের পর দিন এরকম অন্যায় ব্যবসা চালানোর জেরে।

স্থানীয় মানুষদের দাবি, বেআইনিভাবে মিনতিদেবী মদ বিক্রি করতেন পাড়ার ভিতরে বসেই। এর ফলে পাড়ার পরিবেশ দীর্ঘদিন ধরেই নষ্ট হচ্ছিল। এলাকায় বেড়ে গিয়েছিল এমনকি বিভিন্ন রকমের দুষ্কৃতি এবং মাতালদের আনাগোনাও। একাধিকবার ঘটে প্রকাশ্যে গালিগালাজের মতো ঘটনাও। সব মিলিয়ে এলাকার মানুষজন চটে ছিলেন এমনকি মিনতি বিশ্বাসের উপরও । এছাড়াও মিনতিদেবীর স্বামী জগবন্ধু বিশ্বাসও বিরক্ত ছিলেন তার অবৈধ ব্যবসা নিয়েও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *