আচার্য আসতেই এক তুমুল বিক্ষোভ, সমাবর্তনের দিনেও বিশাল প্রতিবাদ যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতেই বিক্ষোভের মুখে পড়লেন আচার্য । আজ বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত হচ্ছে ৬৮ তম সমাবর্তন অনুষ্ঠান । সেখান যোগ দেওযার জন্য সকাল ১০ টায় আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারে । সেখানে তিনি উপস্থিত হওয়ার পরেই বিক্ষোভ দেখায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই ছাত্র সংগঠন ৷

থিয়েটারের বাইরে বিক্ষোভ প্রদর্শনের বিষয়ে সংগঠনের সদস্য সঙ্গীতা কুণ্ডু বলেন, “আমরা বারবার দাবি তুলেছি বিশ্ববিদ্যালয়ে আইসিসি নির্বাচন করতে হবে । রাজ্যপাল আমাদের বিশ্ববিদ্যালয়ের ইনচার্জ । তাই যখন আমরা জানতে পারি উনি সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন । তখনই আমরা ওনার সামনে আমাদের দাবি তুলে ধরি ।”

নির্বাচন ছাড়াও আরওও বেশ কিছু দাবি রয়েছে ছাত্র-ছাত্রীদের । এই প্রসঙ্গে সঙ্গীতা জানান, যাদবপুর পাঁচতারা বিশ্ববিদ্যালয় হলেও সেখানে পরিকাঠামো গত অনেক সমস্যা রয়েছে । যার কারণে যথাযথভাবে ক্লাস হচ্ছে না । ল্যাবেও পর্যাপ্ত জিনিস নেই । তাই পড়ুয়ারা বহু সমস্যার সম্মুখীন হচ্ছে । এর পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখা দরকার ৷ আরও নিরাপত্তরক্ষী বাড়াতে হবে । অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী নেই ।যদিও বিক্ষোভ এড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, কোর্ট বৈঠক করে শুরু হয়েছে সমাবর্তন অনুষ্ঠান । আচার্য সিভি আনন্দ বোসের উপস্থিতিতেই হয় কোর্ট মিটিং । তারপর নিয়ম মেনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয় । রাজ্যপাল দেখা করেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের সঙ্গে । তারপর শুরু হয় সমাবর্তন অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *