আতঙ্ক ছড়াচ্ছে সবজীর দাম, শিলিগুড়িতে ক্রমশ চড়া হচ্ছে সবজীর মূল্যবৃদ্ধিও
শিলিগুড়ি: বর্ষাতে সব সবজীর দামই বাড়ে, এবারেও বেড়েছে তবে এবারে বেশী অনেকটাই, পটল এবং ষ্কোয়াশ হাতের বাইরে দাম। আলু শিলিগুড়িতে চল্লিশ ছুই ছুই, দাম বেড়েছে টমেটো এবং শষারও। শিলিগুড়ির সব প্রধান বাজারেই সবজীর দাম আগুন। মানুষ আসছেন এবং সবজী দেখে মাছের বাজারে ছুটছেন।সবজী বিক্রেতারা জানিয়েছেন রোজ বর্ষায় বেড়ে যায় সবজীর দাম।
এদিকে শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গে বিখ্যাত হলদিবাড়ির সবজী, সেখানে সবজীর দাম বেড়ে যাওয়ায় পাইকারি সবজী বিক্রির দাম বেড়েছে অনেকটাই। বাজারে সবজীর চাহিদা বেশী এবং যোগান কম এই কারনেই সবজী বাজারে বেশী দামে সবজী বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা। আগষ্ট এর আগে সবজীর দাম কমার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অনেক সবজী বিক্রেতারাই। জলপাইগুড়ি এবং ময়নাগুড়ি থেকে সবজী আসে আর সেটাই এবার কম পরিমানে আসছে বলেই দাম বেড়েছে সবজীর,এমনটাই মত বিক্রেতাদের।