আধুনিক সুবিধা সম্পন্ন কোভিড ইউনিট শুরু হল ইসলামিয়া হাসপাতালে
বেস্ট কলকাতা নিউজ : এবার মধ্য কলকাতায় কোভিড হাসপাতাল শুরু হল রাজ্য সরকারের বিশেষ সহযোগিতায়। ইসলামিয়া হাসপাতালে আধুনিক চিকিৎসার কোভিড ইউনিটটি চালু হল ইসলামিয়া হাসাপাতাল সোসাইটির ম্যানেজমেন্টের পরিকল্পনা ও মুখ্যমন্ত্রীর সহযোগিতায়।গতকাল রবিবার কলকাতা পৌরসংস্থার মুখ্যপ্রশাসক, মন্ত্রী ও এই হাসপাতালের পরিচালন সমিতির সভাপতি ফিরহাদ হাকিম এই কোভিড ইউনিটের উদ্বোধন করেন৷এমনকি তিনি নিজে ঘুরে দেখেন কোভিড ইউনিটের সমস্ত ব্যবস্থা।
গতকাল তিনি আরও জানান যে, রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে এই কোভিড ইউনিট তৈরি হয়েছে ৩ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে৷ ১১০ শয্যা বিশিষ্ট এই কোভিড ইউনিটে রয়েছে ১৫ টি ভেন্টিলেটর, ১৫ টি এইচডিইউ ও ১৫ টি আইসিইউ বেড। এছাড়াও ৫০ টি বেডে বাইপ্যাপ মেশিন থাকছে গুরুতর অসুস্থ রোগীদের জন্য। জেনারেল বেডের সংখ্যা ৪৫ টি৷ অক্সিজেনের জন্য স্থায়ী পাইপলাইন রয়েছে প্রতিটি বেডেই। পুরো হাসাপাতাল কভার করা আছে পার্মানেন্ট গ্যাস পাইপলাইন দিয়েও৷ অর্থাৎ এখানে সম্ভব হবে গুরুতর অসুস্থ করোনা রোগীর চিকিৎসা ৷ ফায়ার ইন্সপেকশন হয়ে গিয়েছে, আজই পাওয়া যাবে হয়তো ফায়ার লাইসেন্স৷