আফগান-সঙ্কট, ভারতে পড়তে আসা আফগান ছাত্র-ছাত্রীদের পাশে দাড়াল বাম ছাত্র সংগঠন এসএফআই
বেস্ট কলকাতা নিউজ : বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই বিশেষ হেল্পলাইন চালু করল আফগানিস্তানে তালিবান উত্থানের ফলে টালমাটাল পরিস্থিতিতে ভারতে পড়তে আসা আফগান ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে। তারই পাশাপাশি, সিপিএমের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির তরফে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, আপত্কালীন পরিস্থিতিতে আফগানিস্তানে বসবাসকারী ভারতীয় ছাত্র-ছাত্রীরা বা ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে আসা আফগান পড়ুয়ারা নিজেদের দেশে ফিরতে চাইলে ভিসা এবং অন্য কোনও সমস্যায় যাতে তাঁদের না পড়তে হয়, তা দেখা হোক। এসএফআই নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছে এমনকি দু’দেশের ছাত্র-ছাত্রীদেরই। শিক্ষা প্রতিষ্ঠানগুলির কাছেও এই সঙ্কটের সময়ে পড়ুয়াদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ুখ বিশ্বাস। আফগানিস্তান থেকে আসা ছাত্র-ছাত্রীরা এই পরিস্থিতিতে এ দেশেই থেকে যেতে চাইলে এসএফআই নেতৃত্ব বলেছেন তাঁদের সহায়তা করার কথাও।