আমরা সবাই প্রধানমন্ত্রীর সাথে আছি, বাগডোগরা বিমানবন্দরে এসে এমনটাই জানালেন আসাউদ্দিন ওয়াইসি
নিজস্ব সংবাদদাতা: যা ঘটেছে সেটা একেবারেই মেনে নেওয়া যায় না। বাগডোগরা বিমানবন্দরে উপস্থিত হয়ে এই কথাই জানালেন আসাউদ্দিন ওয়াইসি। এদিন তিনি জানান আমরা সবাই প্রধানমন্ত্রীর সাথে আছি ,এই ঘটনা আমরা কখনোই সমর্থন করি না। আমাদের কাছে সমস্ত খবর এসে পৌঁছেছে। আমরা প্রথমে ভারতে বাস করি এবং আমরা ভারতীয়, তাই আমাদের দেশের পরিবারের মধ্যে পরে সবকিছু। তাই এই ঘটনা আমাদের সবাইকে অবাক করে দিয়েছে। বাইরের শক্তি যতই সব থেকে শক্তিশালী হোক না কেন আমরা ভারতবাসী , আমরা ঐক্যবদ্ধ। এই ঘটনা কখনোই আমরা মেনে নিতে পারব না,এদিন এমনটাও বললেন আসাউদ্দিন ওয়াইসি।

তিনি এদিন আরো জানান আমাদের দেশের পর্যটকরা এসেছিল, তাদের এইভাবে আলাদা করে মেরে ফেললো। আমাদের দেশ আমাদের কাছে সবচাইতে আগে। সবচাইতে আগে আমাদের দেশ তাই আমাদের দায়িত্ব আমাদের পালন করতে হবে। এই ঘটনা আমাদের সকলকে গভীর হতবাক করে দিয়েছে। দেশ আমাদের কাছে ভগবানের মত, এই দেশের অপমান আমরা কোন ভাবেই সহ্য করব না। আমরা এর তীব্র প্রতিবাদ করে সর্বত্রভাবে এগিয়ে যাবো।