“আমাদের আরো আত্মপ্রত্যয়ী হতে হবে” বাগডোগরার এক কর্মী সভায় এসে এমনটাই জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : বাগডোগরাতে এক কর্মী সভায় জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানালেন আমাদের সবাইকে আত্মপ্রত্যয়ী হয়ে এগিয়ে আসতে হবে। তবে আগামী বছর বিধানসভাতে আমরা ভালো ফলাফল করতে পারবো। বিজেপি এবং সিপিএম বাংলাতে ক্রমাগত কুৎসা করে চলেছে এবং করেও যাবে, কিন্তু আমাদের সেই দিকে না তাকিয়ে আমাদের কাজ শুরু করতে হবে বুথ কমিটির দিকে তাকিয়ে। বুথ সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকে ভোটের আসল কাজ শুরু হয়, আর আমাদের সেই দিকে তাকিয়ে থাকতে হবে। কারণ কর্মীরাই দলের সম্পদ এটা আমাদের সবাইকে বারবার মনে রাখতে হবে। কারণ তাদের দিকে তাকিয়ে আমরা এগিয়ে যাব আগামী ২০২৬-এর নির্বাচনে। মানুষের পাশে দাঁড়ানোর শপথ মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগেই নিয়েছেন, এবং সেটা তিনি করেও দেখিয়েছেন, কারণ তার মত মানুষের কথা সারা ভারতবর্ষে হয়তো কেউ ভাবেনা। বিধানসভা ভোটে বুথ সভাপতিদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং ভূমিকা থাকবে। প্রতিটা বুথ থেকে ভালো ফলাফল আনতে হবে আমাদের, তবে সেটা দেখার দায়িত্ব শুধু বুথ সভাপতি বা কর্মীদের নয় দায়িত্ব আমাদেরও আছে। তাই সবার কথা ভেবে , মানুষের কথা চিন্তা করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবেই জয় আসবে, আর তার জন্য অন্য কিছুর দরকার নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ছবি যথেষ্ট। সেটাই আমাদের আলো দেখাবে বলেও এদিন জানান জেলা সভাপতি।তিনি আরো জানালেন বাংলায় চলছে মা মাটি মানুষের সরকার, আগামী দিনেও সেটাই চলবে। এদিনের এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সকল পুরুষ এবং মহিলা সদস্যরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *