আমাদের যুদ্ধ বিমান তৈরি লাদাখে দ্রুত আঘাত করতে, এমনটাই জানালেন বায়ু সেনা প্রধান
বেস্ট কলকাতা নিউজ : যে কোনও পরিস্থিতিতে বায়ুসেনা তৈরি ভারতের সার্বভৌমত্ব রক্ষা করতে। বৃহস্পতিবার বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া এমনটাই জানালেন ‘এয়ারফোর্স ডে’-তে। তাঁর কথায়, আমি দেশকে আশ্বাস দিতে চাই, এখন যে কোনও পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষমতা রাখে ভারতের বায়ুসেনা। এদিন বায়ুসেনা প্রধান ভাষণ দেন হিন্ডন বিমানঘাঁটিতে। তিনি বলেন, “বায়ুসেনার বয়স হল ৮৯ বছর। এখন বড় ধরনের পরিবর্তন এসেছে ভারতীয় বায়ুসেনার মধ্যেও। আমরা এখন প্রবেশ করেছি ইন্টেগ্রেটেড মাল্টি ডোমেন অপারেশনসের যুগেও।”
কোভিড অতিমহামারীর কথা উল্লেখ করে বায়ুসেনা প্রধান আরো বলেন, বিশ্ব জুড়ে যখন ওই রোগ ছড়িয়ে পড়েছে, তখন দৃঢ় পদক্ষেপ নিয়েছে আমাদের দেশ। এই সময়েও বায়ুসেনাও তৈরি পুরোদমে অপারেশন চালাতে। এরপর লাদাখে চিনের সঙ্গে সীমান্ত বিরোধের কথা উল্লেখ করে ভাদুরিয়া বলেন, “উত্তর সীমান্তে যখন সমস্যা দেখা দিয়েছিল, আমরা লড়াইয়ের প্রস্তুতি নিয়েছিলাম খুব কম সময়ের মধ্যে। আমি বায়ুসেনার যোদ্ধাদের এও নির্দেশ দিয়েছিলাম, যে কোনও পদক্ষেপ নিতে তৈরি থাকতে হবে পদাতিক সেনার সাহায্যে।”এদিন হিন্ডন বিমানঘাঁটিতে উপস্থিত ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে, নৌসেনা প্রধান করমবীর সিং।