আমি কাজ করতে ভালোবাসি কোনো পদের মোহ আমার নেই, ঘটনা প্রসঙ্গে এমনটাই জানালেন শিলিগুড়ির কাউন্সিলর শ্রাবনী দত্ত
শিলিগুড়ি : আমি কাজ করতে ভালোবাসী, কোনো পদকে না, এদিনের এক ঘটনা নিয়ে এমনটাই মন্তব্য ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শ্রাবনী দত্ত। তিনি জানান এখানে কলকাতার কোনো ঘটনা নেই, কেউ ব্যাক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে এই কাজ করলেন। ১০ বছর এর উপরে আমি কাউন্সিলর আছি, মানুষের জন্য কাজ করতে আমি ভালো বাসী, একদিনের ঘটনা নিয়ে আমার উপরে যেভাবে আক্রমণ করা হলো আমি ভুলতে পারবো না, আমি কি কি করেছি এবং কি কি করতে উদ্যোগ নিচ্ছিলাম সেটা রেকর্ড কথা বলবে। এখন এস আই আর চলছে আর এই সময় আমি এই ধরনের ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না বলেও এদিন জানান শ্রাবনী দত্ত।

তিনি আরো জানান আমি কোনোভাবেই পদ নিয়ে চিন্তা করছি না, যদি পদ ভালো বাসতাম তবে এতো কাজ এগিয়ে নিয়ে যেতে পারতাম না, মানুষের জন্য পরিশ্রম করতে পছন্দ করি আমি, তাই আমার এম এম আই সি পদ থাকলো না চলে গেল এটা আমি কোনোভাবেই চিন্তা করছি না। আমি এর জন্য কোনোভাবেই মানসিক অশান্তি তে ভুগছি না। বাচ্চাদের জন্য অল্প হলেও কিছু করতে পেরেছি এটাই আমার বড় পাওনা বলেও এদিন জানান শ্রাবনী দত্ত। বাচ্চাদের খাবার জন্য কোন ব্যবস্থা যদি আমি সত্যি সত্যি করতে পারি এটা আমার জন্য দারুন ব্যাপার। তিনি এও জানান আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সামান্য সৈনিক মাত্র, তার আদর্শ নিয়ে চলি এবং কাজ করি। তাই এইভাবেই কাজ করে যেতে চাই আমি।

