আরাবল্লি বিতর্কে নয়া মোড়, নিজের রায়েই স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আরাবল্লি বিতর্কে নয়া মোড়। গত ২০ নভেম্বর আরাবল্লি পর্বতমালা সংক্রান্ত কেন্দ্রের প্রস্তাবিত সংজ্ঞা মেনে নিয়েছিল শীর্ষ আদালত। সোমবার অবশেষে সেই রায়ের উপরেই স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জে কে মাহেশ্বরী ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের অবসরকালীন বেঞ্চ।

এদিনের শুনানিতে শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছে, কমিটির তরফে সে সমস্ত সুপারিশ করা হয়েছে এবং আদালত আগে যে নির্দেশ দিয়েছে, সেগুলি স্থগিত রাখা হচ্ছে। পাশাপাশি বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট না পাওয়া পর্যন্ত দিল্লি, হরিয়ানা, রাজস্থান ও গুজরাত সরকারের তরফে নতুন করে খননের অনুমতির উপরেও নিষেধাজ্ঞা চাপিয়েছে শীর্ষ আদালত। আগামী ২১ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। তার আগে যাবতীয় জটিলতা মেটানোর জন্য সব পক্ষকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, এই নির্দেশকে আমি স্বাগত জানাই। আরাবল্লি পর্বতমালার পরিবেশ রক্ষার ব্যাপারে আমরা আগের মতোই বদ্ধপরিকর। রায়কে স্বাগত জানিয়ে মন্ত্রীর ইস্তফা দাবি করেছে কংগ্রেস।

এদিকে আরাবল্লির কোন অংশকে ‘পাহাড়’ বলে বিবেচনা করা হবে, তা নিয়ে সম্প্রতি একটি সংজ্ঞা নির্ধারণ করে কেন্দ্র। তাতে বলা হয়, সমুদ্রপৃষ্ঠ থেকে নয়, আশপাশের এলাকার তুলনায় ১০০ মিটার বা তার বেশি উচ্চতার ভূখণ্ডই আরাবল্লি পাহাড় বলে গণ্য হবে। দুই বা ততোধিক পাহাড় একে অপরের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত হলে সেগুলিকেও আরাবল্লি পর্বতমালার অংশ হিসেবে বিবেচনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *