আলাদাভাবে টাকা চাওয়ার অভিযোগ উঠলো কোরোনা রোগীর চিকিৎসায়, হলফনামা চাইল কমিশন
বেস্ট কলকাতা নিউজ : চিকিৎসার খরচ হিসাবে অতিরিক্ত বিল করার অভিযোগ উঠল শহর কলকাতার একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। অন্য একটি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে আলাদা করে মোটা অঙ্কের টাকা চাওয়ার অভিযোগ উঠলো এমনকি কোরোনা রোগীর চিকিৎসার জন্য। ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC)-এ দায়ের করা হয়েছে এমনই দু’টি অভিযোগ। এই দুই পৃথক অভিযোগের ঘটনায়, রাজ্যের স্বাস্থ্য কমিশন হলফনামা পেশ করতে বলল ওই ২টি হাসপাতাল কর্তৃপক্ষকেই।
ঢাকুরিয়ায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অতিরিক্ত বিলের অভিযোগ উঠেছে। কমিশন আরও জানিয়েছে, ১৫ দিন এক রোগীকে রাখা হয়েছিল ঢাকুরিয়ার ওই বেসরকারি হাসপাতালে। এর মধ্যে রোগীকে ICU-তে রাখতে হয়েছিল আট দিন। যদিও বাঁচানো সম্ভব হয়নি ওই রোগীকে। এদিকে, ১৫ দিনে চিকিৎসার খরচ হিসাবে বিল করা হয় ১৩ লাখ টাকার। এর মধ্যে পরিজনরা জমা দেন ১০ লাখ টাকা। সমস্যা দেখা দেয় বাকি প্রায় ৩ লাখ টাকা নিয়ে। কমিশনে অভিযোগ দায়ের করা হয় এই বিলের বিরুদ্ধেই।মামলা শুরু হয়েছে যার ভিত্তিতেই।