আয়করে কোনও ছাড় মিলল না চলতি বাজেটে, চরম হতাশ এমনকি চাকরিজীবীরাও
বেস্ট কলকাতা নিউজ : এখন তো প্রায় সারা বছর ধরেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ে। ফলে আগেকার মতো আমজনতার তেমন কোনও আকর্ষণ থাকে না বাজেটকে ঘিরে। কিন্তু বাজেটের দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকেন সাধারণ মানুষ, বিশেষত চাকরিজীবীরা।এমনকি তাদের জানার আগ্রহ থাকে, ব্যাক্তিগত আয়কর কাঠামোতে কোনও পরিবর্তন হল কি না। এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই জায়গায় কোনও পরিবর্তনই আনলেন না তাঁদের সবাইকে কার্যত হতাশ করে। আয়কর কাঠামো রয়ে গিয়েছে একই জায়গায়। তবে কিছু বাড়তি সুবিধা আনা হয়েছে প্রত্যক্ষ করের রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে। জানানো হয়েছে, দু’বছর পর্যন্ত রিন্টার্ন ফাইলে কোনও ভুল থাকলে তা জমা দেওয়া যাবে সংশোধন করে। সেক্ষেত্রে করতে হবে আপডেটেড রিটার্ন ফাইল। তবে তিনি খুশি করেছেন একটি ক্ষেত্রকে, হয়তো উৎপাদন বা বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যেই। তা হল কর্পোরেট বিভাগ। সেখানে কর ১৮ শতাংশ থেকে কমে হয়েছে ১৫ শতাংশ।
স্টার্ট আপ এখন দেশে হু হু করে বাড়ছে। আর্থিক সমীক্ষা পেশ করার সময় অর্থমন্ত্রী যে পরিসংখ্যান দিয়েছিলেন, তাতেই এই তথ্য বেরিয়ে এসেছিল। এবার তাই এই বিভাগকে খুশি করতে অর্থমন্ত্রী আরও এক বছর কর ছাড়ের কথা ঘোষণা করেছেন । পাশাপাশি বিশেষভাবে সক্ষমদের জন্য আয়করে ছাড় দেওয়া হয়েছে । আয়করে ছাড় মিলবে এমনকি পেনশনভোগীদেরও। দেশ এখন এগিয়ে চলেছে মূলত ডিডিটাল পদ্ধতির হাত ধরে। তার ছাপ রয়েছে এবারের বাজেটে। আরবিআই চালু করছে ডিডিটাল রুপি। পোস্ট অফিসকেও এমনকি কোর ব্যাঙ্কিংয়ের আওতায় আনা হচ্ছে। এরকম আরও কত কী। এবার কর দিতে হবে ডিজিটাল সম্পত্তি থেকে আয়েও। সেক্ষেত্রেও কম নয় করের পরিমাণও,যার পরিমাণ ৩০ শতাংশ।