উৎসবের মরশুমে আগুন ছোয়া দাম ইলিশের
শিলিগুড়ি : শিলিগুড়িতে হাতের বাইরে ইলিশের দাম।এই উৎসবের মরশুমে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। শিলিগুড়ির তিনটি প্রধান বাজারে একটু ভালো দরের ইলিশের দাম দুহাজারের কাছাকাছি। অনেকেই জানিয়েছেন কোন বছর এত দাম ওঠে নি ইলিশের। গত এক মাস ধরে ইলিশের দাম আকাশ ছুয়ে গেছে। মধ্যবিত্যের নাগালের বাইরে তো বটেই উচ্চবিত্যের হাতের বাইরে চলে যাচ্ছে ইলিশের দাম।এই বছর ইলিশের দাম বেড়েছে যেমন তেমনি বিক্রি বেড়েছে তিনগুন। তাই বাজারে সেইভাবেই দাম হাকছেন বিক্রেতারা। এই বাজারে সাধারন মানের ইলিশ যেখানে সাতশো টাকা হয় সেখানে বাজারে দাম হয়ে গেছে দুহাজার টাকা। হোটেলেও বিক্রি কমে গেছে ইলিশ মাছের এত দাম দিয়ে কেউ খেতে চাইছেন না ইলিশ মাছ। যেসব হোটেল বাঙালি নামে চলে তারাও পড়ে গেছেন সমস্যায়। ইলিশের চল যে সেখানে অনেকটাই বেশী। দাম না কমলে পাতে কিভাবে দেব ইলিশ মাছ। তবে মাছ বিক্রেতারা জানিয়েছেন দাম কমবে, কারন ইলিশ আসবে অন্য জায়গা থেকে। আসলে হয়ত হাজার কিংবা তার নীচেই কিনতে পারবেন ইলিশ মাছ, জানালেন এক বিক্রেতা। তিনি জানান ইলিশ মাছ কিনতে গিয়ে অন্য মাছ কেউ কেনেন না, আর এটাই সবচাইতে আসল কথা। এই উৎসবের সময় দাম বেশী হলেও ইলিশ কিনছেন সাধারন মানুষ। এটাই বড় কথা। আমরা আশা করছি দাম কমবে এবারে, জানালেন তিনি।